রামনগর থানার অন্তর্গত চন্দনপুরে প্রাক্তন প্রেমিকের সঙ্গে নিয়ে স্বামীকে খুন, পুলিশের জালে গৃহবধ ও তার প্রাক্তন প্রেমিক, জানা গেছে গত ২৯ শে আগস্ট রাতে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে অচৈতন্য করে প্রেমিককে সঙ্গে নিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিকা, সেই অভিযোগে পুলিশ গ্রেফতার করে গৃহবধূ আরণ্য যেরাকে | ঘটনার পর থেকে বেপাত্তা দীঘার প্রাক্তন প্রেমিক অমলেন্দু প্রধান |এগরা থেকে প্রাক্তন প্রেমিক অমলেন্দুকে গ্রেপ্তার করে রামনগর থানার পুলিকাঁথি মহকুমা আদালতে পেশ করে পুলিশ।