Download Now Banner

This browser does not support the video element.

ঝালদা ১: রাস্তা মেরামতির দাবি তুলে ঝালদা এসডিও দফতরে স্মারকলিপি প্রদান জঙ্গলমহল স্বরাজ মোর্চার

Jhalda 1, Purulia | Aug 29, 2025
রাস্তা মেরামতির দাবি তুলে এসডিও দফতরে স্মারকলিপি প্রদান জঙ্গলমহল স্বরাজ মোর্চা |শুক্রবার দুপুর তিনটে নাগাদ সংগঠনের তরফে এসডিও (ঝালদা ) র দফতরের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে |সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অরিত্র মাহাতো জানান,ঝালদা শহর থেকে তুলিনের দিকে যেতে স্কুলমোড়ের কাছে কালো পিচ রাস্তার উপর কয়েকটা গর্ত তৈরী হয়েছে |সেগুলিতে জমেছে জল |দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে জানান তিনি |দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনের
Read More News
T & CPrivacy PolicyContact Us