পাঞ্জাবে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্যে হেমতাবাদে অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন এর পক্ষ থেকে ত্রাণের অর্থ সংগ্রহ করা হলো। শনিবার দুপুর ৩ টায় হেমতাবাদে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মৌলানা আসিরুদ্দিন ছাড়াও মৌলানা সাইদুর রহমান, মৌলানা তইমুর রহমান, মৌলানা মমতাজ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আগামী দিনে গোটা জেলা জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। জেলা থেকে উঠে আসা অর্থে প্রশাসনের মাধ্যমে ত্রাণ হিসেবে পৌঁছে দেওয়া হবে।