বেকার সমস্যা,100 দিনের কাজ সহ 12 দফা দাবিতে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন CPIM এর।বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার বিকাল ৪টে নাগাদ সিপিআইএমের একাধিক সংগঠন সম্মিলিত হয়ে মহকুমা শাসককে ডেপুটেশন দেন।প্রথমে তারা মহকুমা শাসকের দপ্তরের সামনে একটি পথসভা করেন।পরে একটি দল গিয়ে ডেপুটেশন জমা দেন।এই ডেপুটেশন থেকে তারা স্বচ্ছ SIR এর দাবি তোলেন।বামেদের এই কর্মসূচি ঘিরে অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী।