শনিবার বিকেলে পুরুলিয়ার নিতুড়িয়ার মহেশনদী চেকপোষ্টের কাছে অনুষ্ঠিত হোল সিপিআইএমের ৩৭ তম শহীদ স্মরণ সভা। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জী। বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী কেন্দ্রও রাজ্য সরকারকে তুলোধুনা করেন। শহীদ বেদীতে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান এদিনের বিশেষ অতিথি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জী সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃত্ব। ছিলেন শহীদ স্মরণ সভা কমিটির সভাপতি উমারানী বাউরি সহ অন্যরা।