উত্তরে বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ পদ্মপুর এলাকায়। উত্তর ত্রিপুরায় বিদ্যুৎ সংকট এখন নিত্যদিনের সমস্যা। এই অস্বস্তিকর পরিস্থিতি ঘিরেই বুধবার রাতে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। ধর্মনগর-কৃষ্ণপুর সড়কের ত্রিপুরেশ্বরী শিশু মন্দির স্কুল সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে পথ অবরোধে সামিল হন। অবরোধকারীদের অভিযোগ, এলাকায় বিদ্যুতের অস্থির সরবরাহে নাজেহাল হয়ে পড়েছেন তাঁরা। প্রতিদিনই কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না।