হাইলাকান্দি জেলার পূর্বসোনাপুরে গ্রামবাসীদের সামগ্রিক উন্নয়ন মূলক কাজে সদায় সচেষ্ট রয়েছেন। আজ শনিবার পূর্বসোনাপুরে এক বৈঠকে এভাবে অভিমত প্রকাশ করেন নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সদস্যা প্রতিনিধি আফজল হুসেন চৌধুরী। এলাকাবাসীর বান সমস্যা, রাস্তা ঘাটের সংস্কার সহ সরকারি উন্নয়ন মূলক প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানে কোনো ধরনের অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না হলে সাফ জানিয়ে দেন তিনি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।