পারিবারিক বিবাদ ঘিরে মারামারির অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করলো গাংনাপুর থানার পুলিশ। সূত্রের খবর, রানাঘাট 2 ব্লকের গাংনাপুর থানার আইসমালি এলাকার বাসিন্দা এক মহিলা গত শুক্রবার গাংনাপুর থানায় তারই আত্মীয়দের বিরুদ্ধে জমি বিবাদের জেরে তাকে ও তার পরিবারকে মারধর করার অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আইসমালি এলাকা থেকে ঘটনায় অভিযুক্ত দুই মহিলাকে গ্রেফতার করে গাংনাপুর পুলিশ।