এক চা বাগান শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের আঠিয়াবাড়ি চা বাগানের আউট ডিভিশন বাঙ্গাবাড়ী এলাকায়। মৃত শ্রমিকের নাম অনিল মুন্ডা। বৃহস্পতিবার শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় কালচিনি পুলিশ। জানা গেছে এদিন বাড়িতেই তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে।