এক ঘন্টার বৃষ্টিতে আসানসোল জলমগ্ন, প্রতিক্রিয়া দিলেন আসানসোলের মেয়র আজ দুপুর ১টা থেকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার সাথে সাথে আসানসোলেও শুরু হয় বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিতে আসানসোলের চিত্র দেখা মিললো অন্য। মাত্র একঘন্টার বৃষ্টির জলে হাটু পর্যন্ত জলে ভর্তি হয়ে যায় আসানসোলের হাটন রোড, জিটি রোড এবং সেনরেল রোড এলাকা। স্থানীয়দের অভিযোগ ড্রেনের পরিষ্কার না হওয়ার কারণে অথাৎ নিকাশী ব্যবস্থা ঠিক না থাকার কারণে এইভাবে জল জমে যায়। এ বিষয়ে আজ বিকাল ৪ আসানসোল পৌর