বীরভূমের সদাইপুর থানার ঢিল ছোড়া দূরত্বে সপ্তাহান্তে দুটি গ্রামে চুরির ঘটনায় পুলিশি তৎপরতা নিয়ে এলাকায় দেখা দিয়েছে প্রশ্ন। এমনকি ট্রেনিং প্রাপ্ত কুকুর নিয়ে চুরির তদন্ত হলেও হয়নি কোনো কিনারা। সেরূপ মঙ্গলবার লোকপুর থানার ঢিল ছোড়া দূরত্বে বাজারে তথা হাটে মোবাইল চুরি যাওয়া নিয়ে উঠছে নানান প্রশ্ন। জানা যায় এদিন স্থানীয় থানার আনন্দনগর গ্রামের বাসিন্দা তথা স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী কাঞ্চন বাগ্দী বাজার করতে এসে খোয়া যায় তার মোবাইল ফোন।লোকপুর মূল বাজা