Download Now Banner

This browser does not support the video element.

নলহাটি ১: নলহাটি বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে খাদানে ধসের ঘটনায় পুশোর গ্রামের আহত ১ শ্রমিকের মৃত্যু হল কলকাতার হাসপাতালে

Nalhati 1, Birbhum | Sep 25, 2025
নলহাটি বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে খাদানে ধসের ঘটনায় আহত এক শ্রমিকের মৃত্যু হল কলকাতার হাসপাতালে।আজ বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ নলহাটিতে জানালেন মৃত শ্রমিকের নিকট আত্মীয়। পরিবার সূত্রে জানা গেছে মৃত শ্রমিকের নাম তপন মাল, বাড়ি নলহাটি থানার অন্তর্গত পুশোর গ্রামে। গত ১২ ই সেপ্টেম্বর নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে খাদানে ধস নেমে মৃত্যু হয় 6 জন শ্রমিকের এবং গুরুতর আহত হন আরো কয়েকজন শ্রমিক, তার মধ্যে গুরুতর আহত ১ শ্রমিক পুশোর গ্রামের ।
Read More News
T & CPrivacy PolicyContact Us