পনের দাবীতে এক গৃহবধূকে অত্যাচার করে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত স্বামীকে আমৃত্যু কারাদণ্ডের সাজা ও তার শ্বশুর শ্বাশুড়ীকে 7 বছরের সাজা শোনালো রানাঘাট আদালত। সূত্রের খবর, 2017 সালের 22 শে আগস্ট হাসখালি থানার ডাহাবুইচা গ্রামের বাসিন্দা পূজা রায় নামের এক গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে বগুলা কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে দাবি মতন পনের টাকা না পেয়ে ওই গৃহবধূকে গায়ে আগুন দিয়ে খুন করেছে তার স্বামী।