নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক সেমিনার তিওড়ে হিলি, দক্ষিণ দিনাজপুর, ৩ আগস্ট: হিলি ব্লকের তিওড়ে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার, যার মূল উদ্দেশ্য ছিল নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা। এই একদিনের সেমিনারের আয়োজক ছিল উজ্জীবন সোসাইটি, সহযোগিতায় বিএসএফ। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমান্ডার হানুতা রাম, হিলি বিওপি, বিএসএফ, সুবর্ণা বিশ্বাস হিলি বিওপির আধিকারিক, বালুরঘাট জেলা আদালতের আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্ত