শুক্রবার শ্রীভূমিতে ইরিক্সা ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি ধীরাজ ভট্টাচার্য জানান,আগামীকাল ৬ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের পুরোপুরি বিরোধিতা করছেন তারা। তারা জানান,প্রতিদিনের মতো শ্রীভূমি শহরে তাদের এই ইরিক্সা যাতায়াত করবে। ধীরাজ বলেন,যে জায়গার নাম সরকার পরিবর্তন করে দিয়েছে তা নিয়ে বন্ধ ডাকার মানে কি। উল্লেখ্য,করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আগামীকাল ৬ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের ডাক দেয় করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি।