আজ অর্থাৎ শনিবার নানুরের উচকরণ অঞ্চলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি'র ক্যাম্প পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা।এদিন ওই ক্যাম্প পরিদর্শনে'র মধ্যে দিয়েই সাধারণ মানুষ সঠিক ভাবে সুবিধা পাচ্ছেন কিনা ও তাদের যে দাবি রয়েছে সেই দাবি গুলি ক্ষতিয়ে দেখে কত দিনের মধ্যে সমাধান করা যেতে পারে সে গুলি নিয়েও ক্ষতিয়ে দেখলেন তাঁরা।পরিদর্শন শেষে সভাধিপতি কাজল সেখ জানান।