গভীর রাতে তুইসিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক দুঃসাহসিক চুরি কান্ড ঘটে। রবিবার সকাল নাগাদ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার থানার পুলিশকে। তেলিয়ামুড়া থানার পুলিশ আসে রবিবার বেলা আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এবং একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করে।