টুর্গা ডেম এর কাছে রাস্তার উপর বুনো হাতি, এলাকায় চাঞ্চল্য, সক্রিয় বনকর্মীরা। বাগমুন্ডিসহ অযোধ্যার জঙ্গলে বুনো হাতির প্রায়ই দেখা মেলে। ক্ষয়ক্ষতির খবর মাঝেমধ্যেই সামনে আছে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করেই চলাফেরা করতে হয়। সেই মত মঙ্গলবার রাত্রি প্রায় আটটার দিকে অযোধ্যা হিল্টোপ যাওয়ার রাস্তায় টুর্গা ডেম এর কাছে বুনো হাতির সাক্ষাৎ হল। রাস্তার উপর বুনো হাতি একপাশ থেকে অন্য পাশে যাওয়ার মুহূর্তে রাস্তায় আসা দুই চাকা চার চাকা গাড়ি আটকে যায়। ঘটনাস্থলে