শনিবার শীতলকুচি ব্লকের গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত খানুয়ার ডাঙ্গা এলাকায় ২২ কেজি ৭৭০ গ্রাম গাজা সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ ।গ্রেফতার হওয়া দুজনের নাম শিবম হালদার(১৯) এবং সির্ধার্ত সরকার(৩৫))।অভিযুক্ত দুজনের বাড়ি নদীয়া জেলার টুঙ্গী এলাকায়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন গোঁসাইহাটের দিকে টোটো তে করে আসার সময় তাদের ব্যাগ থেকে রাজা উদ্ধার হয়। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।