বেলদা অডিটোরিয়ামে খড়গপুর মহকুমার অন্তর্গত সমস্ত ব্লকের ভূমিহীনদের পাট্টা প্রদান করা হলো, উপস্থিত মহকুমা শাসক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়াল এই প্রকল্পের উদ্বোধন করেন। খড়গপুর মহকুমার অন্তর্গত সমস্ত ব্লকের হাতে পাট্টা জমির কাগজ তুলে দেওয়া হয়। খড়গপুর মহকুমায় মোট 252 জন কে পাট্টা জমির কাগজ দেয়া হয় এদিন। নারায়ণগড় ব্লক এ ৪৮, এবং কেশিয়াড়ি ব্লকে ৫২, দাঁতন ৬১, মোহনপুর ৪৬, ডেবরা ১১১ বাকি ব্লকের কে পাট্টা তুলে দেয়া হয়।