তমলুকের ডিমারি বাজার থেকে কাকটিয়া বাজার পর্যন্ত তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় |কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গকে আর্থিক বঞ্চনা বাঙালি ও বাংলা ভাষা লাগাতার অপমান করার বিরুদ্ধে এই মিছিল |মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজিত কুমার রায় জেলা চেয়ারম্যান অসিত ব্যানার্জি জেলা মহিলা সভানেত্রী শিবানী দেকুণ্ড বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র তিলক কুমার চক্রবর্তী সুকুমার দে উত্তম বারিক সহ অন্যান্য নেতৃত্বরা