দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বড়ম এলাকায় যাত্রীবাহী দুই ট্রেকারের রেষারেষিতে উল্টে গেল একটি যাত্রীবাহী ট্রেকার। ঘটনায় মৃত্যু হল এক ট্রেকারের কন্ডাক্টরের। মৃতের নাম সুবীর বসাক (৩৯)। বাড়ি কুমারগঞ্জের আঙ্গিনা এলাকায়। রবিবার পথ দুর্ঘটনাটি ঘটে কুমারগঞ্জের বড়ম এলাকায়। এদিকে ঘটনায় ১০-১২ জন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে কয়জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।