একটা সময় এই গ্রামে হাজার হাজার মানুষ বসবাস করত। পূজা উৎসব সমস্ত কিছুতেই মেতে উঠত রতুয়ার শ্রীকান্তটোলা গ্রাম। কিন্তু এ বছরের গঙ্গার তীব্র ভাঙ্গনে অর্ধেক গ্রাম গিলে খেয়েছে গঙ্গা। গ্রামের মাঝ বরাবর থাকা রাস্তাটি থাকলেও মানুষের দেখা পাওয়া দুষ্কর হচ্ছে। নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে বহু পরিবার এলাকা ছেড়ে দিয়েছে। আরো যে সমস্ত পরিবার তারা ভাঙ্গনের আতঙ্কে জিনিসপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করছে। গঙ্গার দাপটের আতঙ্কে বাড়ি ফিরতে পারছে না পরিবার গুলি।