Deganga, North Twenty Four Parganas | Aug 31, 2025
সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ এর উদ্যোগে 15 থেকে 31 আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি, ধ্বংসের পথে যুবশক্তি, কোন পথে মুক্তি এর প্রচার অভিযান চলছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত আটটা পর্যন্ত দেগঙ্গা ব্লকের দেগঙ্গা বাজারে চলে এই প্রচার অভিযান। এদিন সলিডারিটি ইউথ মুভমেন্ট এর পক্ষ থেকে যুব শক্তিকে অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে কিভাবে রক্ষা করা যায় তার উপর আলোকপাত করেন। সলিডারিটি ইয়ুথ মুভমেন্টের সভাপতি শেখ আরিফুর রহমান বলেন যুবশক