দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আসরফি পাড়ায় পানীয় জলের সমস্যার সমাধান হলো স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার উপপৌরপতি মির্জা সৌকত আলির উদ্যোগে। পৌরসভার সহযোগিতায় তৈরি নতুন জল সরবরাহ ব্যবস্থায় খুশি এলাকাবাসী। আসরফি পাড়ায় প্রায় দেড়শো পরিবারের বসবাস। নতুন পাড়া হওয়ায় এতদিন রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা ছিল। অবশেষে তৃণমূল পরিচালিত দুবরাজপুর পৌরসভার হস্তক্ষেপে সেই সমস্যা দূর হয়েছে।পৌরপতি পীযূষ পান্ডে জানান, প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের প্রয়ো