ধর্মনগরে মৌতাত নির্বাণী সভা অনুষ্ঠিত হয়। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে সৎসঙ্গ বিহার ধর্মনগর শাখার উদ্যোগে আজ অর্থাৎ ৭ই সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি রবিবার এক মৌতাত নির্বাণী সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরার জেলাশাসক ও সমাহর্ত্রী মাননীয়া শ্রীমতি চাঁদনী চন্দ্রন, আইএএস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শিবানন্দ প্রসাদ।