দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো রতুয়া থানার হাটখোলার ঘটনা। দোকানের উপরের টিন কেটে দুষ্কৃতীরা দোকানে ঢুকে নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার নামিদামি কোম্পানির মোবাইল নিয়ে চম্পট দেই। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। এই চুরির ঘটনায় পার্শ্ববর্তী ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে। তাদের দাবি রাতে এলাকায় নিরাপত্তা বাড়ানো হোক।রতুয়া থানার হাটখোলা এলাকায় একাধিক ছোট বড় দোকান রয়েছে। সেখ আমজাদ আলীদের নামে মোবাইলের দোকানদারের।