গান শোনার বক্স চুরি করার ঘটনায় এক ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করলেন সুরবালা পাহান নামে এক মহিলা। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ। জানা গিয়েছে, গত মাসে ২১ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ডুমরণ এলাকার বাসিন্দা সুরবালা পাহানের বক্স চুরি যাওয়ার ঘটনা ঘটে। দীর্ঘদিন আগে বক্স চুরি গেলেও গতকাল ওই চুরি যাওয়া বক্স হিলির বালুপাড়া এলাকার একটি দোকানে চুরি যাওয়া বক্সটি দেখতে পান সুরবালা পাহান। এরপর অভিযোগ করেন।