জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পুলিশী আশ্বাসে আধঘন্টা পর স্বাভাবিক হলো পরিচিতি। জামুড়িয়ার খাস কেন্দা এলাকায় এবার কালাঝরিয়ার জল প্রকল্পের জল সরবরাহ স্বাভাবিক না হওয়ায়, জল সরবরাহ সঠিকভাবে হচ্ছে না এই দাবি করে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলন শুরু করে সেই এলাকার বাসিন্দারা সোমবার দুপুর বারোটায়। বিক্ষোভকারীদের দাবি অনিয়মিত জল সরবরাহ করা হচ্ছে তাদের এলাকায় কখনো জলের ট্যাংকি দিয়ে জল সরবরাহ করা হচ্ছে কখনো সেই জল সরবরাহন নিয়মিত