আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ঝালদা ২ নম্বর ব্লকের বেগুনকোদর হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক অনাদি চরণ কইরীর । বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর । বাগমুন্ডি থানা এলাকায় তার আসল বাড়ি হলেও বর্তমানে তিনি পুরুলিয়া শহরে সপরিবারে থাকতেন । আজ সকালে ঘুম থেকে না ওঠায় তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটির আজকে ময়নাতদন্ত করানো হয় ।