তমলুকের রেলগেটে ধারিন্দা ডহরপুর দুর্গোৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো মহা অষ্টমী পূজা সকাল থেকে অঞ্জলি দিতে বহু ভক্তের সমাগম হয় অষ্টমী পূজার পর দুটো নাগাদ শুরু হয় সন্ধিপূজো | মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সন্ধিপূজো সমাপন হয় |ধূপ ধুনো শঙ্খধ্বনি ও ঢাকের তালে মেতে উঠে সকল ভক্তবৃন্দ |