জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে শ্রদ্ধার সাথে কথা ও গানে পালিত হোলো কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস। শুক্রবার দুপুরে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী জানান, জেলার বিভিন্ন শিল্পীদের উপস্থিতিতে কথা ও গানে কবি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তাকে আমরা স্মরণ করলাম। এদিনের এই কর্মসুচী জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সভাকক্ষে পালন করা হয়।