দহগ্রাম-আঙ্গরপোতা খোলা সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য জমি অধিগ্রহণ শুরু। মেখলিগঞ্জ ব্লকের বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের প্রায় ২০ কিমি খোলা সীমান্ত রয়েছে। সেই সীমান্তই অনুপ্রবেশ থেকে চোরাচালানের করিডরে পরিণত হয়েছে। দীর্ঘদিনের দাবি তিনবিঘা চুক্তি অনুযায়ী জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার। এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাঁটাতারের বেড়া দিতে চাইলেও রাজ্য সরকার জমি অধিগ্রহণে আগ্রহী দেখায়নি। তবে অবশেষে জমি অধিগ্রহণ শুরু হয়েছে।