অন্ধ্রপ্রদেশের চুল ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে ১ কোটি ৩০ লক্ষ টাকা দাবি দুষ্কৃতিদের, অভিযোগ পাওয়ার ছত্রিশ ঘন্টার মধ্যে ওই ব্যবসায়ীকে ময়না ও ভগবানপুর সীমান্তে উদ্ধার, অবরোধকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গেছে ওই ব্যবসায়ী গত ২৮ এ জুলাই ব্যবসা সূত্রে ভগবানপুরে এসে বাড়ি ভাড়া নেন। গত মঙ্গলবার পাঁচজন দুষ্কৃতি তাকে অপহরণ করে। বুধবার ভগবানপুর থানা অভিযোগ দায়ের হয়। ৩৬ ঘণ্টার মধ্যে ব্যবসাকে উদ্ধার করে কাঁথি আদালতে তোলা হয়।