This browser does not support the video element.
ডেবরা: জেলা সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ডেবরায় মিছিল ও পথসভা করলো বিজেপি
Debra, Paschim Medinipur | Aug 25, 2025
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার জুড়ে মিছিল করলো বিজেপি।এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তপন ধাড়া,গোপাল রাও,কালিপদ সেনগুপ্ত, শিশির কুলভি,শতদল নাগ সহ অনান্যরা।পুরো ডেবরা বাজার জুড়ে মিছিলের পর ডেবরা বাজারেই একটি পথসভা হয় এদিন। ছবি অফিস অ্যাপসে।