দিনমজুরি খেটে খাওয়া দুস্থ পরিবারের গৃহকর্তার আকস্মিক প্রয়াণ।ঘটনায় দুস্থ হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে পরলৌকিক ক্রিয়ার সমস্ত খরচা ঘাড়ে তুলে নিলেন মুসলিম ধর্মাবলম্বী তথা বিশিষ্ট সমাজসেবী মনসুর শেখ।কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের ধুবুলিয়া এলাকার বাসিন্দা মনোজিৎ দাস কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে আকস্মিক মৃত্যুবরণ করেন।এলাকার মানুষ কোনরকমে টাকা পয়সা দিয়ে দাহকার্য সম্পন্ন করলেও শ্রাদ্ধ শান্তি করার পয়সা ছিলনা। খবর পেয়ে সমস্ত দায়িত্ব নেন মনসুর শেখ।