করিমপুর এক নম্বর ব্লকের অধীন করিমপুর সাহাপাড়ায় ওয়েলফেয়ার সোসাইটি তরফে কালীপুজোয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়. আজ আনুমানিক দুপুর বারোটার দিকে রক্তদান শিবির তিনি প্রধান অতিথি হিসেবে যান এবং তিনি ওয়েল পাঁচ সোসাইটির এইরকম সমাজের প্রতি যে কর্তব্য পরায়ন দেখে তিনি খুব প্রশংসা করেন. ওয়েলফেয়ার সোসাইটির তরফে বিধায়কক