পুরুলিয়া বন বিভাগের তথ্য অনুযায়ী রবিবার পুরুলিয়া জেলায় মোট হাতির সংখ্যা ২৪ টি রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বিবরণে জানা গিয়েছে। প্রতিনিয়ত পুরুলিয়া বন বিভাগ থেকে জেলার হাতির গতিবিধি উল্লেখ করা হয়। সেই তথ্য অনুযায়ী রবিবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি রেঞ্জের বাড়েরিয়া,অযোধ্যা বনাঞ্চলের গোবরিয়া সীমান্তে ১২ টি হাতি,মাঠা রেঞ্জের কুদনা মৌজায় হাতি ৪ টি, বাঘমুন্ডি বনাঞ্চলের আটনা লাগোয়া ঝাড়খন্ড সীমান্তে ২ টি হাতি, কোটশিলা রেঞ্জের জাবর মৌজায় হাতি ৩ টি, ঝা