রক্তের সংকট দূরীকরণের জন্য শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। জানা গিয়েছে, ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ জন স্বেচ্ছায় রক্তদাতার রক্তদানের লক্ষ্যমাত্রা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষিকা থেকে শুরু করে প্রাক্তন ছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন।"রক্তদানের মধ্য দিয়ে একটি মহৎ উদ্দেশ্য রয়েছে",রক্তদান শিবির প্রসঙ্গে বলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।