স্বাক্ষর জালিয়াতি করে ৫০ হাজার টাকা গিলে খাওয়ার অভিযোগ উঠলো এক স্ব-সহায়ক দলের সদস্যাদের বিরুদ্ধে।পরবর্তী সময়ে বাধ্য হয়ে সেই স্ব সহায়ক দলের লিডার লিপিকা রায় পাল প্রথমে বক্সনগর আর ডি ব্লকের ভিডিও দ্বারস্থ হন পরবর্তী সময়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের কোঠোর শাস্তির দাবি জানিয়েছেন।