জমিতে চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম পানমণী মুর্মু ( ৬৫)। বাড়ি বেলিয়াবেড়া থানার বড়ামচাটি গ্রামে। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে দেহ ময়নাতদন্ত হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গ্রামের জনা সাতেক মহিলার সঙ্গে জমিতে চাষের কাজে গিয়েছিলেন পানমণী। বাড়ি ফেরার সময় তার উপর বাজ পড়লে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসা নিতে ঘোষণা করে।