এক উপজাতি গৃহবধূ,র ফাঁস দিয়ে আত্মহত্যা সাব্রুম এর উপজাতি পল্লী চাতক ছড়ি,র বীরধন পাড়াতে, ব্যাপক চাঞ্চল্য। উপজাতি গৃহবধূর নাম কল্পনা ত্রিপুরা বয়স ২৪ বছর।স্বামী প্রকাশ ত্রিপুরা। মেয়ের বাবার অভিযোগ মেয়ে জামাই কল্পনাকে মেরে ঝুলিয়ে রেখেছে। আজ বেলা ১ ঘটিকায় সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেন আত্মীয় পরিজনদের হাতে।