মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তদন্তের গতি আরও জোরদার করল ইডি।শুক্রবার 19 সেপ্টেম্বর আনুমানিক সকালের দিকে।ইডি হানা দেয় বীরভূমের মুরারই ২ ব্লকের কাশিমনগর কৃষি দপ্তরের দফতরে। সূত্রের খবর, জমি ও ধান বিক্রির টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি শুক্রবার 19 সেপ্টেম্বর আনুমানিক বিকেলে দিক পর্যন্ত,খতিয়ে দেখা হয়েছে। আগামীকাল, শনিবার, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আদালতে হাজির করানো হবে।