এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো গোপীবল্লভপুরে। মৃতের নাম প্রমীলা ঘোষ (৮৫)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায়। কিন্তু তিনি গোপীবল্লভপুর থানার নয়াবসান এলাকায় মেয়েরা বাড়িতে থাকতেন। বুধবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সাড়ে চার বছর ধরে মেয়ের বাড়িতে থাকতেন।মঙ্গলবার দুপুরে বাড়ির ভেতর থেকে গলায় শাড়ির ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয় বৃদ্ধার।