শান্তিনিকেতনের তালতোর এলাকায় শুটিং চলাকালীন। শান্তিনিকেতনের বাসিন্দা কমলাকান্ত লাহার সঙ্গে একজনের রাস্তা পারাপারকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। যদিও সেই বিতর্কের অবসান হয়েছে আগেই। এবার কমলাকান্ত লাহা ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া সোনার আংটি। তিনি জানালেন সত্যের জয় হয়েছে।