তেহট্ট সহ রঘুনাথপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জনসমর্থন কম হয়ে যাচ্ছে এই বিষয়ে, রঘুনাথপুর অঞ্চল INTTUC সভাপতি প্রশান্ত বিশ্বাস, বৃহস্পতিবার বিকেল তিনটে 30 মিনিটে সময়,তেহট্টে দাঁড়িয়ে জানালেন, নেতৃত্বের অভাবে তেহট্ট সহ রঘুনাথপুর অঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেস দলটি শেষ হয়ে যাচ্ছে।