মেদিনীপুরে আজ শনিবার আয়োজিত হবে এই কার্নিভাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিনের কার্নিভালে অংশগ্রহণ করবে মেদিনীপুরের একাধিক পুজো কমিটি। অংশগ্রহণকারী প্রত্যেকটি পুজো কমিটি মেদিনীপুরের বটতলার চক থেকে শোভা যাত্রার মাধ্যমে কারনিভালে থাকা অতিথীদের মঞ্চের সামনে দিয়ে তাদের প্রদর্শনীর মধ্য দিয়ে গোলকুয়ার চক পর্যন্ত অতিক্রম করে সেখান থেকে প্রতিমা বিসর্জনের জন্য রওনা দেবে গান্ধীঘাটের উদ্দেশ্যে। এদিন বিকেলে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি।