আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গত ১তারিখ থেকে জেলা জুড়ে বিভিন্ন থানায় নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেইমতো শনিবার কাঁকসা থানায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে এদিন এই স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয় কাঁকসা থানা প্রাঙ্গনে। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,ছিলেন কাঁকসার আইসি প্রসূন খাঁ।