চাকরি দুর্নীতিতে আদালতের নির্দেশে 26 হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীর চাকরি যাওয়ার পর আবারও রাজ্যে SSC পরীক্ষা আয়োজিত হচ্ছে। 7 ও 14 তারিখ আয়োজিত হবে এই পরীক্ষা। আর সেই পরীক্ষা সিডিইউলের প্রথম চরণের পরীক্ষা আয়োজিত হলো রবিবার। আর রবিবার সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলির সামনে ভিড় পরীক্ষার্থীদের। এমনিতেই যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক চলছে। আর সেই আবহের মধ্যেই রবিবার আয়োজিত এই পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হবে বলেই আশাবাদী পরীক্ষার্থীরা।