সাউথ আফ্রিকায় রহস্যজনকভাবে মৃত্যু হল বাগডোগরা বাসিন্দা অর্ঘ্যদীপ প্রামানিকের। সোমবার রাতে বাগডোগরা বিমানবন্দরে অর্ঘ্যদীপের নিথর দেহ কফিন বন্দি হয়ে ফেরে। জানা গিয়েছে গত ১৯ তারিখ সাউথ আফ্রিকায় অর্ঘ্যদীপ তার ছয় জন সহকর্মীর সঙ্গে পার্টিতে যোগ দেয় এবং পার্টি শেষে কি ঘটনা ঘটেছিল তা যদিও জানা যায়নি। তবে ওই দিনই বিমান সংস্থার তরফে অর্ঘ্যদীপের পরিবারের কাছে তার মৃত্যু সংবাদ এসে পৌঁছায়।